বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে তা এদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে। তবে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে যুক্তরাজ্য ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে।
সোমবার (০৩ অক্টোবর) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায়। এছাড়াও, জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে সরাসরি বিদেশী বিনিয়োগের স্থানান্তরের জন্য 2026 সালের সময়সীমা নির্ধারণ করেছে, তবে বাংলাদেশে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
ব্রিটিশ হাইকমিশনারকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ব্রিটিশ হাইকমিশনার স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন প্রমুখ।