করোনায় আক্রান্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ করোনায় সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের লক্ষণগুলো দেখার পরে, ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ কোভিড -১৯ পরীক্ষা করেছিলেন। তারপরে তার করোনারের রিপোর্ট পজেটিভ আসে।
ফরাসী রাষ্ট্রপতি করোনা পজেটিভের কারণে পরবর্তী সাত দিন আইসোলেসনে থাকবেন। তবে রাষ্ট্রপতির কার্যালয়ের মতে ম্যাক্রোঁ “এখনও পদে রয়েছেন” এবং আইসোলেশনে থেকেই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।
ফরাসী রাষ্ট্রপতির কার্যালয়, এলিসি প্যালেস, বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে “রিপাবলিকান রাষ্ট্রপতির কোভিড -১৯ পরীক্ষার ফলাফল ইতিবাচক ছিল।”
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সে এখন পর্যন্ত মোট ২,০৪১,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৯,৪০০ মানুষ প্রাণ হারান।
সূত্রঃবিবিসি