ইরানে তুষার ঝড়, নিহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) জানিয়েছেন, শনিবার ইরানের স্কি রিসর্টে যাওয়ার পথে তুষার ঝড়ে বরফ চাপায় অন্তত আটজন নিহত হয়েছেন।
নিখোঁজ অন্যান্য পর্বতারোহীদের সন্ধানের জন্য অভিযান চলছে। আহর, দারাবাদ ও কালাকচল স্কি রিসর্টে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলু।
গত শুক্রবার থেকে এই উচুভূমিতে ভারী তুষারপাত শুরু হয়েছে। এখনও অবধি কতজন মারা গিয়েছেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
এখনও পর্যন্ত আট’টি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও বেশ কয়েকজন লোক বরফের নিচে আটকা পড়েছে। তুষার ঝড় ইরানের রাজধানী তেহরানের আলবার্জ পর্বতমালায় আঘাত হানে।
সূত্রঃ আনাদোলুর