নতুন বছর উদযাপন ঠেকাতে রাত ৯ টা নাগাদ ঘুমানোর নির্দেশ দ. আফ্রিকার

আন্তর্জাতিক ডেস্কঃ পুলিশ প্রশাসন দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ রোধে জিরো টলাারেন্স নীতি গ্রহণ করেছে। একই সময়ে, ৩১ শে ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির পুলিশমন্ত্রী, ভিকি সেলে ৩১ শে ডিসেম্বর রাত ৯ টার মধ্যে জনগনকে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার পুলিশমন্ত্রী বলেছেন, দ্বিতীয় করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে দেশে ১৪ দিনের লকডাউন চলছে । কারফিউ অব্যাহত রয়েছে। কোনও নাগরিক ৩১ ডিসেম্বর দেশের কোথাও নতুন বছর উদযাপন করতে পারবেন না।
এছাড়া রাত ৮ টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ না হলে পুলিশকে অবিলম্বে জেল-জরিমানা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশমন্ত্রী দুর্নীতি ও দুর্ব্যবহারে দোষী সাব্যস্ত হওয়া যে কোনও পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।