হামলার পর মার্কিন পার্লামেন্টে আবারো অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেসের যৌথ অধিবেশন মার্কিন সংসদ বা ক্যাপিটল ভবনে ডোনাল্ড ট্রাম্প-সমর্থকদের হামলার পরে জো বাইডেনের আনুষ্ঠানিকভাবে জয়ী হওয়ার সত্যতা প্রমাণ করতে আবার শুরু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) অধিবেশন চলাকালীন ট্রাম্পের কয়েকশ সমর্থক দেশটির আইনসভা কংগ্রেসের ভবন ‘ক্যাপিটল’- হামলা চালায়।
এই হামলায় বিবিসি অনুসারে সর্বশেষ চার জন নিহতের খবর পাওয়া যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে এই হামলার লক্ষ্য ট্রাম্পের নির্বাচনের পরাজয়ের ফলাফলকে পাল্টে দেওয়া।এই হামলায় অনেকেই হতাহত হয়েছে।
কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন সংঘর্ষের কারণে অভূতপূর্ব বিশৃঙ্খলার মুখে কংগ্রেসের যৌথ অধিবেশন এক পর্যায়ে স্থগিত করা হয়।
হামলার পরে পুলিশ ক্যাপিটল ভবন থেকে আইন প্রণেতাদের সরিয়ে নিয়েছে। ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল ভবন থেকে সরিয়ে দিতে পুলিশকে কমপক্ষে তিন ঘন্টা চেষ্টা চালাতে হয়। হামলাকারীদের ভবনের ভিতর থেকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের গুলি ছোঁড়ে। ট্রাম্প সমর্থকরাও পুলিশকে আক্রমণ করে ভবন ভাঙচুর চালায়।
পরে বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ ক্যাপিটল ভবনটি নিরাপদ ঘোষণা করে। পরে আইন প্রণেতারা অধিবেশনটিতে ফিরে আসেন। যৌথ অধিবেশন আবারো শুরু হয়।
বাইডেন মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা ও প্রত্যয়নপত্রের মাধ্যমে তার বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
বাইডেন ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। আনুষ্ঠানিকভাবে, তিনি ইলেক্টোরাল কলেজের ভোটে একটি বড় ব্যবধানে এগিয়ে আছেন। বাইডেন ৩০৬ টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন ২৩২ টি।