জাপানে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে করোনার মহামারী ছড়িয়ে পড়ার লক্ষ্যে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।গেল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী জরুরী অবস্থা আজ শুক্রবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে। যা ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে তবে জাপানের রাজধানী বিশ্বের অন্যান্য দেশের কঠোর লকডাউনের তুলনায় কিছুটা নমনীয় হবে।
প্রাথমিকভাবে রেস্তোঁরা ও বারগুলি নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। বারগুলো সন্ধ্যা ৭ টার পরে অ্যালকোহল পরিবেশন বন্ধ করতে বলা হয়েছে। এছাড়াও, শহরের বাসিন্দাদের একেবারে প্রয়োজন না হলে রাত ৮ টার পরে বাইরে যেতে নিষেধ রয়েছে।
টোকিও জরুরী অবস্থার জন্য আবেদন করে । এ ছাড়া আরও তিনটি প্রদেশ আবেদন করেছে। তারা হলেন সাইতামা, কানাগাওয়া এবং চিবা।
প্রধানমন্ত্রী আশঙ্কা করেন যে দেশজুড়ে নতুন করোনভাইরাসের দ্রুত বিস্তার জনজীবন এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।
অন্যদিকে, দেশের মহামারী মোকাবিলা বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, “আমরা প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণ পাচ্ছি। আমরা খুব মারাত্মক সংকটে পড়তে যাচ্ছি।”
সূত্র: সিএনএন