যুক্তরাজ্যের হাসপাতালে হিজাবের অনুমতি পেল মুসলিম নারী চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের রয়্যাল ডার্বি হাসপাতাল মুসলিম মহিলা চিকিৎসকদের হিজাব পরার অনুমোদন দিয়েছে। অপারেশন থিয়েটারে হাসপাতালের তৈরি অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য এবং জীবাণুমুক্ত হিজাব পরা যেতে পারে।
রয়্যাল ডার্বি হাসপাতালই প্রথম কর্মস্থলে হিজাব পরা অনুমোদন করেছিল। হাসপাতালে এ উদ্যোগ নিয়েছিলেন মালয়েশিয়ার বংশোদ্ভূত ডা. ফারাহ রোজলান।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, “ভালো কাজের অনুশীলনে আমরা জাতীয় স্বীকৃতি নিয়ে খুব গর্বিত।” আমরা বিশ্বাস করি যে আমরা যুক্তরাষ্ট্রে প্রথম যে অপারেশন থিয়েটারগুলোর কর্মীদের জন্য জীবাণুমুক্ত হিজাব পরা অনুমোদন করলাম। ডা.রোজনাল বলেন “আমার লক্ষ্য অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত,”। সংক্রমণ নিয়ন্ত্রণে নির্বীজন হিজাব অনেক কাজে আসবে।
সূত্র: এমটিনিউজ 24