ব্রিটিশ তরণীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবকের ৭ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের পোর্টমাউ এক ব্রিটিশ তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে মুহিব উদ্দিন (৩১) নামে এক বাংলাদেশী যুবকে ৬ বছরের কারাদন্ডে দণ্ডিত করেছেন আদালত।
পোর্টমাউথের একটি কাবাব রেস্তোরাঁয় কাজ করা এই বাংলাদেশী যুবক স্থানীয় সময় রাত ১০ টার দিকে ২০২০ সালের ২৯ আগস্ট ক্লারেনডন রোডে ওই তরুনীকে ধর্ষণ করেন। পোর্টমাউথ ডটইউকে থেকে খবর।
ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই তরুণী মুহিব উদ্দিনকে চিনতেন না। মুহিব ২০১৬ সালে বাংলাদেশ থেকে ব্রিটেন গিয়েছন। তাঁর আইনজীবী দাবি করেছেন যে ব্রিটেন বা বাংলাদেশে মুহিবের নামে কোনো মামলা নেই।
রেবেকা অস্টিন নামে এক পোর্টসমাউথ আদালতের বিচারক ১৩ জানুয়ারি ধর্ষণ মামলায় রায় ঘোষণা করেন।
সাজা প্রদানের দিন ভুক্তভোগী ওই তরুণী আদালতে উপস্থিত ছিলেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন যে রেস্তোঁরা কর্মী মুহিব পরিকল্পিতভাবে মেয়েটিকে ধর্ষণ করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে আদালত ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত জানিয়েছেন, মুহিবকে আজীবনের জন্য ব্রিটেনে একজন “যৌন অপরাধী” হিসাবে চিহ্নিত করা হবে।