কঙ্গোতে জঙ্গি হামলা, নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় কমপক্ষে ৪৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে।দুপুরের পরেই ইটুরু প্রদেশের ইরুমু অঞ্চলের একটি গ্রামের সামনের দিকে বোমা ফাটিয়েছিল।
প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজিও গিডি বলেছেন, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিকেল পর্যন্ত ৪৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।তিনি সন্দেহ করেন যে এই হামলার পিছনে মিত্র গণতান্ত্রিক বাহিনী (এডিএফ) ছিল।
উগান্ডার জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব কঙ্গোতে একাধিক গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ তাদের দ্বারা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আক্রমণের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের গ্রামে পাঠানো হয়েছে, স্থানীয় সেনাবাহিনীর মুখপাত্র জুলস নাঙ্গোঙ্গো জানিয়েছেন। হামলায় কয়জন নিহত হয়েছে তা তিনি বলেননি।