দুর্নীতির অভিযোগ পদত্যাগ নেদারল্যান্ডস সরকারের

আন্তর্জাতিক ডেস্ক:
শিশু কল্যাণ তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগ পদত্যাগ করলেন নেদারল্যান্ড সরকার।
সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রাটের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বিবিসি।
সংবাদে বলা হয়, নেদারল্যান্ড প্রধানমন্ত্রী মার্ক রুট রাজার কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেন।
নেদারল্যান্ডসের হাজার হাজার পরিবার শিশু কল্যাণ তহবিল হতে পর্যাপ্ত অর্থ না পেয়ে আর্থিকভাবে সমস্যায় ভুগছেন। এর মধ্যে বেশি সমস্যায় আছেন অভিবাসী পরিবারগুলো।
নেদারল্যান্ডসে সরকারের পদত্যাগের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ২০০২ সালেও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তৎকালীন সরকারও পদত্যাগ করেছিল।