বাইডেনের পোষ্য সারমেয় মেজর এবার ‘ফাস্ট ডগ ইলেক্ট’ও থাকবেন শপথ গ্রহণে !

ক্রেডিট: নাওমি বাইডেন / টুইটার
আন্তর্জাতিক ডেস্কঃ সাম্প্রতিক সংবাদগুলো শুধু মার্কিন জগতে নয় পাশাপাশি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফকে ওই দেশের দ্বিতীয় ভদ্রলোক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁর জন্য একটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও তৈরি করা হয়েছে। লিঙ্গ বিদ্বেষ এবং বৈষম্য দ্বারা জর্জরিত একটি বিশ্বের এটি সত্যিই সুসংবাদ! তবে সাম্প্রতিক খবরে দেখা গেছে যে আশ্চর্যের অবকাশ আছে। দেখা গেল যে বাইডেন সরকার কেবল মানবই নয়, মানুষ ও প্রাণীতেও বিভেদ দূর করতে চলেছে। সে লক্ষ্যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের পোষ্য সারমেয় মেজর বাইডেন এবার ফাস্ট ডগ ইলেক্ট পদমর্যাদায় উন্নীত হতে চলেছে।
যেহেতু বিডেন ২০ জানুয়ারি শপথ গ্রহনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্ট ম্যান এবং তাঁর স্ত্রী জিল বাইডেন ফাস্ট লেডি হিসাবে গন্য হবেন সেই সূত্রেই তাদের পোষ্য মেজর এবার পেতে যাচ্ছে প্রথম ফার্স্ট ডগ এর খেতাব।
জানা গেছে, বাইডেনের শপথ গ্রহণের দিনই এই সম্মানে উন্নীত করা হবে তাকে এবং তার জন্য পৃথকভাবে এক ভার্চুয়াল উদযাপনেরও আয়োজন করেছেন বলে খবরে জানা যায়।
খবর সূত্রে, এই ভার্চুয়াল অনুষ্ঠানে মেজরকে ফার্স্ট ডগ হিসেবে উন্নীত করবেন গায়ক জশ গ্রোবান ।এর আগে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মেজরকে ফার্স্ট ডগ হিসেবে উন্নীত করাতে গান গাওয়ার সম্মতি নিয়েছিলেন বাইডেনের কাছে। জানা যায় যে, এই ভার্চুয়াল অনুষ্ঠান প্রযোজনা করবে ডেলওয়্যার হিউমেন অ্যাসোসিয়েশন। এই সংস্থার কাছ থেকেই ২০১৮ সালে মেজর নামে এই জার্মান শেফার্ডটিকে নিয়ে এসেছিলেন জিল বাইডেন, পরে তিনি সেটি উপহার দেন তার স্বামী বাইডেনকে।
শুধু মেজরই নয়, আরও একটি জার্মান শেফার্ড পোষ্য আছে বাইডেন দম্পতির, যার নাম চ্যাম্প। চ্যাম্প অবশ্য এর আগেও ওয়াশিংটনের ১৬০০ পেনসিলভ্যানিয়া অ্যাভেনিউয়ের হোয়াইট হাউজে পা রেখেছে।কিন্তু মেজর এই প্রথম আসতে চলেছে সাদা বাড়িতে। খবর সূত্রে , বাড়ির পরিচারক দল আপাতত ফার্স্ট ম্যান আর ফার্স্ট লেডির মতোই তাদেরও অভ্যর্থনার জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন।
source:news18