ট্রাম্প বাইডেনের অভিষেক দেখলেন বিমানে বসে!

আন্তর্জাতিক ডেস্কঃ নানা ধরনের বাধাবিপত্তি পেরিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ও কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস। ৪ বছর মেয়াদ শেষে বিদায় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার ২০ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টায় ক্যাপিটল হিল চত্বরে তাদের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার পথে রওনা দেন ডোনাল্ড ট্রাম্প। আর যেতে যেতে এয়ার ফোর্স ওয়ানে বসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই ফ্লাইটের এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাম্প ফ্লোরিডা পৌঁছেছেন স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে শেষবারের মতো নামিয়ে দেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান।
আর ঠিক ওই সময়ই বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাপিটল ভবনে পৌঁছান ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সাথে ছিলেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, কুশনারের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েল, ট্রাম্পকন্যা টিফানি ও তার বাগদত্তা, ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পও। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প পরিবার আপাতত কিছুদিন ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-ল্যাগো রিসোর্টে বসবাস করবেন।