হিজাব নিষেধাজ্ঞা আইন: বিরুদ্ধে ফরাসি প্রধানমন্ত্রীর অবস্থান

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স মুসলিম নারীদের হিজাব পরিধানে নিষিদ্ধের আইন প্রত্যাখ্যান করেছেন। এর কারণ হিসেবে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে শ্রদ্ধাবোধে ভারসাম্য বজায় রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।
আইনিগতভাবে সংখ্যালঘু মুসলিম নারীদের মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করেন ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাখোঁর দলের একজন সদস্য। ম্যাখোঁর পুননির্বাচিত হওয়ার পদক্ষেপ হিসেবে ইসলামী চরমপন্থারোধে বিতর্কিত আইন করার সময় এ প্রস্তাবও উত্থাপন করেন।
গেল সোমবার (১৮ ডিসেম্বর) নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে সংশোধনী আইন বাতিল করা হয়েছ,তবে অবশ্য নিষেধাজ্ঞা আইনে ম্যাখোঁর দলের জ্যেষ্ঠ নেতা ও ডানপন্থী নেতা ম্যারিন লি পেনের সমর্থন ছিল।
সন্ত্রাসীর হাতে শিক্ষকের শিরশ্ছেদের পর আধুনিক ফরাসি সমাজের প্রতীক হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর কাছে পর্দা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আর তাই চরমপন্থার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখেন।
এ কারণে পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়ে অবৈধ অর্থের অভিযোগে মসজিদ বন্ধ করে দেওয়া হয়। ফলে ফ্রান্সকে তুরস্কের মতো দেশগুলোর কাছে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।শেষে মুসলিমদের চরমপন্থার বিরুদ্ধে লড়াই হিসেবে সহনশীলতা, আইনের শাসন নিয়ে বিতর্ক শুরু করেন।
উল্লেখ্য ২০০৪ সালে ফরাসি সরকার স্কুলে মুখ ঢাকাসহ দৃশ্যমান ধর্মীয় পোশাক নিষিদ্ধ করেছিল। এরপর ২০১০ সালে বোরকা ও নিকাবসহ মুখঢাকা সব ধর্মীয় পোশাক নিষিদ্ধ করে দেশটির সরকার।