কুখ্যাত মাদক সম্রাট ‘সে চি লোপে’ আটক

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের কুখ্যাত ড্রাগ লর্ড বা মাদক সম্রাট সে চি লোপেকে দীর্ঘ প্রচেষ্টার পর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে আটক করেছে পুলিশ।কানাডিয়ান নাগরিক চাইনিজ বংশোদ্ভূত এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।শুক্রবার (২২ জানুয়ারি) শুক্রবার আমস্টারডাম বিমানবন্দর থেকে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি সে চি লোপে।
অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে তাকে বিচারের মুখোমুখি করতে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) বিশ্বাস, অস্ট্রেলিয়ায় ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী হচ্ছে সে চি লোপের অবৈধ কোম্পানি।
৫৬ বছর বয়সী সে চি লোপে মেক্সিকোর আলোচিত এক মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয় , এমনকি তাকে বলা হয়ে থাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড ।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি) সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল।গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় ধরে তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।
এশিয়াজুড়ে তার ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদকের বাজার রয়েছে। সে চি লোপ হলেন বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন।তিনি দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন । অবশেষে তাকে আর্মস্টার্ডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়। আটকের পর পুলিশ জানান, এই মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন তিনি।আমরা কৌশলে তাকে আটক করতে পেরেছি তাকে।
এর আগে সে চি লোপে অবৈধ মাদক চোরাচালনে অপরাধে যুক্তরাষ্ট্রের কারাগারে ১৯৯০ সালে জেল খাটেন দীর্ঘ ৯ বছর।