তিন দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মে ১৫, ২০২১

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি আজ শেষ হচ্ছে।রোববার থেকে খুলছে অফিস-আদালত।কাল থেকে খোলা থাকবে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও।

বৃহস্পতিবার থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর।

ঈদের ছুটি শেষে রোববার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিস করবেন।

আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফেরা কঠিন হবে। কারণ যানবাহন চলাচল বন্ধ।এখনও কঠোর লকডাউন চলছে।

সরকারের পক্ষ থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের কর্মস্থলেই ঈদ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।