বিডা’র ১৪ টি নতুন অনলাইন পরিষেবা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে ১৪ টি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ভার্চুয়াল ইভেন্টে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রী শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে সেবা উদ্বোধন করেন। ফলস্বরূপ, বিনিয়োগকারীরা এখন খুব সহজেই অনলাইন পরিষেবাগুলিতে অ্যাক্সেস করতে
সক্ষম হবেন।
পরিবেশ বিভাগ-১২ টি(পরিবেশগত ছাড়পত্র (লাল); পরিবেশগত ছাড়পত্র (কমলা-ক); পরিবেশগত ছাড়পত্র (কমলা-বি); পরিবেশগত ছাড়পত্র (সবুজ);
পরিবেশগত ছাড়পত্র (লাল); পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা- ক) পরিবেশগত ছাড়পত্র লাইসেন্স (কমলা-বি); পরিবেশগত ছাড়পত্র লাইসেন্স (সবুজ);
অবস্থান ছাড়পত্র; ইআইএ অনুমোদন; টিওআর অনুমোদন; জিরো ডিসচার্জ অনুমোদন এবং ১ বিদেশী সংস্থা (শাখা / যোগাযোগ) / প্রতিনিধি অফিস)
পরিষেবা সহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন এবং ১টি প্রথম অ্যাডহক ইন্ডাস্ট্রির আইআরসি সুপারিশ-১৪ এবং ২১ টি
পূর্ববর্তী, পরিষেবাগুলি, এখন থেকে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য মোট-৩৫ টি বিনিয়োগ পরিষেবা পাওয়া
যাবে।
জুম প্ল্যাটফর্মের ভার্চুয়াল প্রোগ্রামের শুরুতে বিদার নির্বাহী সদস্য। বিল্লাল হোসেন স্বাগত বক্তব্য রাখেন। বিদার নির্বাহী চেয়ারম্যান মো।
সিরাজুল ইসলাম বিদার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ওএসএসের উপর ভার্চুয়াল উপস্থাপনা করেন, বাণিজ্য সচিব ডঃ মোঃ জাফর উদ্দিন, পরিবেশ ও
বন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান প্রমুখ।