গেমস, এক্সআর এবং এনএফটি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বেসিস

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনালের মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটির তত্ত্বাবধানে ‘স্টেট অব গেমিং অ্যান্ড মেটাভার্স ইন্ডাস্ট্রি অন বাংলাদেশ’ শীর্ষক সিরিজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের ডিন ড. মোহাম্মদ ফখরে হোসেন।

সেমিনারে সেক্টরের বিশেষজ্ঞরা গেমস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) বিষয়ে তাদের জ্ঞান, সাফল্যের গল্প এবং কেস স্টাডি শেয়ার করেছেন। ডিবাগ বিডি লিমিটেডের বেসিস-এর গেমস, এক্সআর এবং এনএফটি সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও কো-চেয়ারম্যান সানজার আদনান বলেন, স্থানীয় ও বৈশ্বিক বাজারে গেমস, এক্সআর এবং এনএফটি-এর চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু সেই তুলনায় আমাদের দক্ষ জনবল খুবই সীমিত, বৈশ্বিক বাজার সেক্টরে চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সে বিষয়ে তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন।

বেসিসের পরিচালক এবং ড্রীমারজ ল্যাব লিমিটেডের সিইও তানভীর হোসেন খান এক্সআর এবং মেটাভার্স শিল্পের উপর একটি কেস স্টাডি উপস্থাপন করেন, এক্সআর এবং মেটাভার্স শিল্পের বৈশ্বিক চাহিদা তুলে ধরেন এবং এতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মেটাহ্যুম্যানের ব্যবহার সম্পর্কে বিশদ বর্ণনা করেন। তিনি গেমস, এক্সআর এবং এনএফটিগুলির জন্য বেসিস কর্তৃক গৃহীত পদক্ষেপগুলিও তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অক্টোবরে অনুষ্ঠিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান এবং ২৩-২৬ নভেম্বর বেসিস সফটএক্সপোতে যান।

সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

তার সমাপনী বক্তব্যে, মাল্টিমিডিয়া এবং ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আল্লাইর বলেন, যারা গেম ডেভেলপমেন্ট, এক্সআর এবং এনএফটি-তে তাদের ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

এই বছর বেসিস গেমস, এক্সআর এবং এনএফটি সম্পর্কিত স্থায়ী কমিটি আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা করছে। বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন তৌফিক এলাহী প্লাবন।