প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সময়কালে জাতীয় প্রেস ক্লাবকে একটি বিশেষ আর্থিক অনুদান হিসাবে ৫০ লক্ষ টাকা দিয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে ৫০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে লেখক ড. নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস ও সহকারী প্রেস সচিব মোঃ আশরাফ সিদ্দিকী বিট্টু উপস্থিত ছিলেন।