ইংরেজি নববর্ষে সব ধরণের দমনমূলক নৃশংসতার অবসান হবে-মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইংরেজি নববর্ষে সব ধরণের দমনমূলক অত্যাচারের অবসান হবে
বৃহস্পতিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বার্তায় মির্জা ফখরুল এই প্রত্যাশা প্রকাশ করেছেন। এ সময় তিনি দেশবাসী ও বিশ্বকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
বিএনপির মহাসচিব বলেন, আমি নববর্ষ উপলক্ষে সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সময়ের আবর্তনে আরও এক বছর কেটে গেল। বিভিন্ন দুর্ঘটনার সাক্ষী হয়ে বছরটি কেটে গেল। অতীতের সমস্ত ব্যর্থতা এবং হতাশার অশ্লীলতা ঝেড়ে ফেলে সাফল্যকে বাঁচাতে এবং এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার।
“দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি এবং হারানো গণতন্ত্র বাঁচানোর সংগ্রামে প্রত্যেককেই নতুন করে ব্রতী হতে হবে। আমাদের কাজে সবাইকে নতুন বছরকে সাফল্য ও সমৃদ্ধির বছর হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ‘
মির্জা ফখরুল বলেন, “নতুন বছর সবার জীবনে বিজয়, সুখ এবং শান্তি বয়ে আনুক।” বাংলাদেশ সহ গোটা বিশ্বে শান্তির অমিয় ধারা চলুক, সমস্ত অবিচার, নিপীড়ন ও অত্যাচার দূর হোক। ‘
‘হত্যা, গুম, খুন, যুদ্ধ, বিগ্রহ এবং অমানবিকতা সহ সকল প্রকার দমনমূলক অত্যাচার বন্ধের জন্য নতুন বছরের শুরুতে এই কামনা করি। বিএনপি মহাসচিব আরো বলেন,আমরা বাংলাদেশের সংগ্রামী জনগণকে অপহৃত গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।