সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের আহ্বান- শিল্প প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্টঃ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে মণিপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান বালক শাখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং জাতির পিতার অবদান সম্পর্কে সচেতন হবে।
তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। গণতান্ত্রিক পরিবেশের অস্তিত্বের কারণে জনগণ সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল পাচ্ছে।
কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় বাংলাদেশ করোনার সংক্রমণ ও অর্থনৈতিক উত্তরণ রোধে সাফল্যের পরিচয় দিচ্ছে। প্রতিমন্ত্রী সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরে শিল্প প্রতিমন্ত্রী তার নিজস্ব অর্থায়নে মিরপুরের মণিপুরে ৫০০ জন নিঃস্ব ও অসহায় মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করেন।