দাম কমলো সোনার, ভরিতে ১৯৮৩ টাকা

নিউজ ডেস্কঃ বর্তমান দেশের সোনার বাজারে সব রকমের সোনার দাম ভরিতে কমেছে ১৯৮৩ টাকা। বুধবার (১৩ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের ভরি বিক্রয় হবে ৭২ হাজার ৬৬৭ টাকা দরে।
বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে মঙ্গলবার (১২ জানুয়ারী পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
সবশেষ সোনার দাম বৃদ্ধি হয়েছিল এবছরের বছরের ৬ জানুয়ারীতে।
সোনা ব্যবসায়ী সমিতির নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুসারে , ২২ ক্যারেটের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৬৭ টাকা।তবে মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনার দাম থাকবে ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির মূল্য নির্ধরন করা হয়েছে ৬৯ হাজার ৫১৭ টাকা।
বর্তমানে বিক্রি দাম ৭১ হাজার ৫শ টাকা। তাতে করে দাম কমেছে ১ হাজার ৯৮৩ টাকা। একিভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ টাকা। বর্তমান যার দাম ৬২ হাজার ৭৫২ টাকা। ভরি প্রতি কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।
সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত সনাতন হিসাবে দাম প্রতি ভরি রয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। আর ভরিতে কমেছে ১ হাজার ৯৮৩ টাকা।
রুপার দামআগের মতই আছে। ২২ ক্যারেটের ভরি রুপা বিক্রি হচ্ছে ১৫১৬ টাকা, ২১ ক্যারেট ১৪৩৪ এবং ১৮ ক্যারেট ১২১৫ টাকা আর সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকা।
বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সমতা রেখে সোনার দাম কমিয়ে আনা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল জুয়েলারী ব্যবসায়ীগনকে বাজুস নির্ধারিত দামের তালিকা অনুসারে বিক্রি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।