গুলশান-২ দুবাই ভিসা কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশানের দুবাই ভিসা কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার বেলা দেড়টার দিকে গুলশান -২ এর ৯৩ নং রোডের ৬ নং বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা অফিসার রাসেল সিকদার বলেন যে ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪ তলা ভবনের নিচতলায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের অভ্যন্তরের কাঁচের জানালাগুলো একটি উচ্চ শব্দে ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণে এই ঘটনাটি ঘটেছে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এদিকে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, ছাদে এসি মেরামত করতে গিয়ে কিছু ত্রুটির কারণে নিচ তলয় বিস্ফোরিত হয়েছিল। এতে ভবনের অভ্যন্তরে প্রচুর ক্ষতি হয়েছে। ছাদের এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, যে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছিলেন যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সে জায়গাটি ছিল দুবাইয়ের ভিসা কেন্দ্র। বিস্তারিত জানার চেষ্টা চলছে।