বিজিবি সতর্কাবস্থায় মিয়ানমার সীমান্তে

কক্সবাজার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
বিজিবির এই কর্মকর্তা বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কোনো ধরনের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েনি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তবে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।
দেশটির সেনাবাহিনী সোমবার ভোরে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে।রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা।এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সেনাবাহিনী এরপর আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে।সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়,ক্ষমতা হস্তান্তর করা হয়েছে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাং-এর কাছে।