প্রসঙ্গ:মনে হয় কোভিড-১৯ কে জাতী মেনে নিয়েছে

রানা চৌধুরীঃ সম্প্রতি দুনিয়াব্যপী ভয়াবহ মহা আতংক ও জীবননাশকারী সংক্রমন রোগের নাম কোভিড-১৯ করোনা ভাইরাস।এ ভাইরাস এর উৎপত্তি কোথা থেকে এবং কবে থেকে শুরু তা আমাদের প্রায় সবারী জানা থাকার কথা।
দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পাগলা ঘোড়ার মতো দাফিয়ে বেড়ানো এ ভাইরাসে এখন পর্যন্ত দুনিয়ায় কি পরিমান আক্রান্ত,নিহত এবং সুস্থ্যই হয়েছে বা কত নি:সন্দেহে সংশ্লিষ্ট সকল দপ্তরে তার পরিসংখ্যানও রয়েছে।
এবার চলে যাই অন্য প্রসঙ্গে ,প্রতিটি দেশে,দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকল মহল থেকে জাতীয় ও আন্তর্জাতীকভাবে জনগনকে সুস্থ্য স্বাভাবিক এবং নিরাপদ রাখার জন্য এ মহামারী সংক্রমন ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে স্বস্থ্যবিধির উপর বহুমাত্রিক প্রচার-প্রচারনা অব্যহত রাখার পাশা-পাশী আরোপ করা হয়েছে অনেক রকম বিধি নিষেধও।,
এবার খুঁজে ফিরি আর এক প্রসঙ্গ,প্রতিটি মানুষের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিতের লক্ষে সব ধরনের স্বাস্থ্যঝুঁকি এরিয়ে চলার জন্য স্বাস্থ্য বিধি মানতে হাজারো প্রচেষ্টা অব্যহত থাকলেও লাভকি? বকাউল্লা বকে যাচ্ছে, সোনাউল্লা শুনে যাচ্ছে আর কাজ যা হবার তাই হচ্ছে।ফলে পথ-ঘাট,বাজার-হাট আর ফুটপাত থেকে শপিংমল,রিক্সা-ভ্যান,বাস-ট্রেন থেকে লঞ্চ-ফেরী প্রায় সবখানে স্বাস্থ্যবিধির আচরনবিধি দেখলে যেন মনে হয়,হয় করোনার কোন বালাই নাই আর নয়তো জনসাধারন করোনাকে মেনে নিয়েছে।
এবার নিয়ে যাচ্ছি ভিন্নমাত্রার এক তথ্যে,আমরা প্রতি নিয়ত প্রায় সকলেই যে কাজটি করে থাকি তাহলো,বাজার ঘাট.ব্যবসা-বাণিজ্য,অফিস-আদালত এমনকি সর্বত্র চলাচলে কমবেশী সবার কাছে টাকা-পয়সা,টুপি-রুমাল,ঘড়ি-চশমা,বই-খাতা,কলম-পেনসিল এবয় ব্যাগ ছাতাসহ অনেক কিছু আমরা সাথে বহন করে থাকি।
এছাড়াও পরনে জামা ,পায়েজুতা ইত্যাদি-ত-থাকেই?
প্রশ্ন থেকে যায় আমরা নিজেদের জন্য,পরিবার পরিজনদের সু-রক্ষার জন্য আদৌকি স্বস্থ্যবিধি মেনে চলছি? ওই সব ব্যহারের জিনিসপত্র কি আমরা সেনিটাইজেশন করছি? এ প্রশ্ন জাতীর কাছে।
উল্লেখিত বিষয়ে স্বস্থ্যবিধি মানার প্রয়োজনীয়তা আছেকিনা এ প্রশ্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে? বিশ্ব জনতার বিবেকের আদালতে প্রশ্ন কোভিড-১৯-এ সংক্রমিত হয়ে মৃতু ব্যক্তির কাছ থেকে মৃত্যুর ভয়ে আমরা একদিকে পলিয়ে বেড়াচ্ছি অন্যদিকে নিজেরাই নিজেদের মৃত্যুকে আলিঙ্গন করছি বিষয়টা এরকম নয়কি?যদি তাই হয় তবে নি:সন্দেহে এটা আমাদের জন্য আত্মঘাতী।
যে যা বলুক ভাই-সবার জন্য স্বস্থ্যবিধি মানা বাদ্ধতামুলক কোন বিকল্প নাই-সুস্থ্য থাকি,সুস্থ্য রাখি-জনসচেতনতা বৃদ্ধি করি।