পথহারা জনতার আলোর দিশারি

পথহারা জনতার আলোর দিশারি
– রানা চৌধুরী
কে জানতো মুজিব এতো বড় হবে,
দুনিয়া জুড়ে তাঁর সুখ্যাতি বিকশিত হবে।
মুজিব বড় হবে সেকথা জানত তাঁর পরিবার,
তাই মুজিবকে নিয়ে আজ দুনিয়া করছে হুঙ্কার।
মুজিব দিশেহারা বাংলার কান্ডারী,
মুজিব পথহারা জনতার আলোর দিশারি।
মুজিব নয় কোন গোত্র গোষ্ঠী জাতিসত্বার,
মুজিব ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনতার।
মুজিব প্রতিভা অসাধ্য সাধন,
দুঃখ বেদনা সাদরে করেছে বরণ।
হাজারো প্রতিবন্ধকতা করেছে জয়,
তাইতো মুজিবের নেই কোন পরাজয়।
মুজিব নাম সবার হৃদয়ে গাঁথা,
অবশেষে মুজিব জাতির পিতা।