সরকার পার্বত্য উন্নয়নে মনোনিবেশ করছে: তথ্যমন্ত্রী

বিষেশ প্রতিনিধি:যাঁরা দেশের শান্তিতে সন্তুষ্ট নন, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিতে সন্তুষ্ট নন, তথ্যমন্ত্রী ড:হাসান মাহমুদ। সোমবার (২৮ডিসেম্বর) রাঙ্গামাটির সাজেক উপত্যকায় বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অনেক সময় একটি দল দেশের উন্নয়নে বাধার ষড়যন্ত্র করে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোনিবেশ করছে।
এর আগে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন দিনের মাউন্টেন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। মাউন্টেন রেসিং সাজেক থেকে শুরু হয়ে বান্দরবানের থানচিতে এসে শেষ হয়েছিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। প্রতিযোগীরা তিন দিনের মধ্যে ৩০০কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন।আয়োজকরা মনে করেন পর্বত প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ী পর্যটন আরও বিকশিত হবে।