কুড়িগ্রাম পৌরসভায় নৌকার কান্ডরী কাজীউল ইসলাম

আব্দুল হাকিম, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভায় নৌকার কান্ডরী কাজীউল ইসলাম। কুড়িগ্রাম পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।ইলেকট্রিক ভোটিং মেসিন(ইবিএম)এর সাহায্যে ভোট প্রদান করায় কিছু ভোটারদের বুঝতে সমস্যার কারণে কিছু সময় ভোট কেন্দ্র গুলোতে উপচেপড়া ভির ছিল ভোটারদের।
সোমবার ২৮ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকার ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলছিল। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আয়াওমী লীগ মনোনীত প্রার্থী কাজীউল ইসলাম বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম সোমবার সন্ধ্যায় এই ফলাফল নিশ্চিত করেন। তিনি জানান,কাজীউল ইসলামের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সর্মথিত প্রার্থী শফিকুল ইসলাম বেবু ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট।