তিন নেতার বক্তব্য আবারও প্রমাণ করেছে, আ’লীগ আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত- রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা অনেক অভিযোগ উত্থাপন করেছেন। এই অভিযোগগুলোর উদ্দেশ্য যাই হোক না কেন, বহু সত্য প্রকাশিত হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, তার আপন ভাই নির্বাচন সুষ্ঠু হলে জনাব ওবায়দুল কাদের নিজেই জিতবেন কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। আওয়ামী লীগের এই তিন নেতার (সাঈদ খোকন, ফজলে নূর তাপস এবং আবদুল কাদের মির্জা) বক্তব্য আবারও প্রমাণ করেছে যে দলের ‘ টপ টু বটম’ আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত।
কে লুটপাটে কাকে ধাক্কা দিতে পেরেছে তা নিয়ে তাদের মধ্যে চলছে ঝগড়া। আওয়ামী লীগ একে অপরের বিরুদ্ধে কথা বলার বিষয়টি প্রমাণ করে যে দলটি এখন ক্ষয়িষ্ণু রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
দেশে দুর্গতির জনক আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে, তাদের বিরুদ্ধে ইউনিফর্মপরা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বেশিদিন মানুষের মুখ বন্ধ রাখা যায় না।”