শেখ জামালের টানা জয় বাংলাদেশ পুলিশকে হারিয়ে

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩ তম দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে। দল পরপর দুটি জয় পেয়েছে।

দুই পয়েন্ট টেবিলে ক্লাবের হয়ে গোল করেন সুলেইমান সিল্লাহ। অন্য গোলটি করেন বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার জাহাঙ্গীর আলম সজিব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরুতে মুরোলিমঝোন আখমেদভের গোলে ১৯ মিনিটে বাংলাদেশ পুলিশ লিড নেয়। এম. জুয়েলের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জল খুঁজে পান কিরগিজস্তানের এ মিডফিল্ডার। কিন্তু মাত্র ৩ মিনিট পরে, বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার সজিবের আত্মঘাতী গোল শেখ জামালকে সমতায় ফিরিয়ে আনে।

৩৮ মিনিটে সুলেমান সিল্লাহর গোলে শেখ জামাল এগিয়ে নেন। গাম্বিয়ান ফরোয়ার্ড বলিদজানোবের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান।

বিরতির পর বাংলাদেশ পুলিশ সমতায় ফেরার চেষ্টা করলেও গোল খুঁজে পায়নি। অন্যদিকে, শেখ জামাল আর কোনো গোল না করলে ক্লাবটি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছেন শেখ জামাল। অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একই সংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।