রোনালদো অবশেষে ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডেই

খেলাধুলা ডেস্ক:রোনালদো অবশেষে ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেডেই । ফুটবলের দল-বদলে ইউরোপিয়ান ক্লাব শেষ বলে কিছু নেই। লিওনেল মেসি কিছুদিন আগেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন আর এবার ক্রিস্টিয়ানো রোনালদো ফিরলেন ঘরে।
দু বছরের চুক্তিতেই ৩৬ বছর বয়সী রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন । আর ১৮ বছর বয়সেই পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এই ক্রিস্টিয়ানো রোনালদো।
এরপর ইউনাইটেডে ৬ মৌসুম কাটিয়ে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে চলে যান রোনালদো । ম্যানচেস্টারে ৬ বছরে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফিই জয় করেন তিনি ।ব্যালন ডি অরও জিতেছিলেন সিআর সেভেন।
এরপর রোনালদো রিয়াল মাদ্রিদ হয়ে য়্যুভেন্তাসে যান । ঘরোয়া শিরোপা জিতলেও, চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারেননি । এবারের গুঞ্জন উঠেছিল ইউরো শেষ হবার পর রোনালদো য়্যুভেন্তাস ছাড়বেন। আর এবার সেটাই সত্যি হচ্ছে।
তার নতুন ক্লাব হিসেবে ২৭ আগস্ট শুক্রবার সকাল পর্যন্ত শোনা যাচ্ছিল
ম্যানচেস্টার সিটির নাম। দল-বদলে ম্যান সিটি হ্যারি কেইনকে দলে নিতে চাচ্ছিল। কিন্তু কেইনের ক্লাব তাকে ছাড়েননি। ফলে যখন শোনা গেল দল বদল করবেন রোনালদো তখন আগ্রহ দেখায় ম্যান সিটি।
তবে একেবারে শেষ মুহূর্তে তাকে দলে নিতে চলে আসে ম্যানচেস্টার ইউনাইটেড আর যখনই ইউনাইটেড আগ্রহ দেখায়, না করে রোনালদো সিটিকে।
রোনালদো এখন অবস্থান করছেন পর্তুগালের লিসবনে। বৃহস্পতিবার ২৬ আগস্ট রোনালদো অনুশীলনে চোট পেয়েছিলেন। তার সুস্থ হতে তাই ঠিক কতদিন লাগবে তা কিন্তু এখনও জানা যায়নি।
২০১৩ সালের পর ম্যানচেস্টার ইউনাইটেড আর ইপিএল শিরোপা জিততে পারেনি। রোনালদো আবারও ফিরে আসায় এবার তারা শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে।