টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শনিবার (৩ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তান দলে পরিবর্তন এসেছে। আজমতউল্লাহ ওমরাজইয়ের পরিবর্তে খেলবেন উসমান সিনওয়ারী।
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা প্রথম দল হিসেবে আফগানিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, অসিথা ফার্নান্দো এবং দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, উসমান সিনওয়ারি, রশিদ খান, ফজলহক ফারুকি, নাভিন উল হক, মুজিব উর রহমান।