আফিফের ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশের মাঝারি সংগ্রহ

Desk Reporter
Desk Reporter
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

সম্প্রতি খেলা বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশ দলের টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। আজও এর ব্যাতিক্রম নয়।

তবে ব্যতিক্রম শুধু আফিফ হোসেন। বেশ কয়েকবার জীবন পাওয়ার পর ভালোভাবে কাজে লাগালেন। একাই লড়াই করে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাকে যোগ্য সমর্থন দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আর তার ওপর ভিত্তি করেই লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। 20 ওভার ব্যাট করে 5 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান।

বাংলাদেশ দলের একাদশে সুযোগ পাননি দুই ক্রিকেটার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। চোট কাটিয়ে ফিরেছেন তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আছেন ইয়াসির আলী রাব্বি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

প্রায় নতুন চেহারার বাংলাদেশ দলের ব্যাটিং শুরুটা ভালো হয়নি। ইনিংস ওপেন করতে আসেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। দুজনই ব্যর্থ হয়ে ফিরেছেন। সাব্বির ৩ বল মোকাবেলা করলেও রান বুক খোলার আগেই বিদায় নেন। মিরাজ ১৪ বলে মাত্র ১২ রান করেন।

মূলত একজন ওপেনার লিটন দাস নেমে গেছেন তিন নম্বরে। তিনটি বাউন্ডারি মেরে ভালো কিছু দেখাচ্ছিলেন তিনি। কিন্তু এই ডানহাতি ব্যাটসম্যানও ব্যর্থ হন। ৮ বলে ১৩ রান করেন। এরপর ইয়াসির আলী (৪) ও মোসাদ্দেক হোসেন (৪) জুটি গড়তে পারেননি। ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে ৭৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু আফিফ এক প্রান্ত ধরে রাখেন।

একপ্রান্তে নিয়মিত উইকেট পতনের পরও রানের খাতা ধরে রাখলেন আফিফ। যদিও ব্যক্তিগত ১ ও ৬৪ রান দিয়ে ‘জীবন’ পেয়েছেন তিনি। তবে ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই ব্যাটসম্যান সুযোগটাও কাজে লাগান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৮ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন তিনি।

অপর প্রান্তে নবাগত নুরুল হাসান সোহানও যোগ্য সঙ্গ দিয়েছেন। ৫৪ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটির ওপর ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আফিফ ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। অন্যদিকে সোহান ২ চার ও একটি ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।