অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়লেন জাদেজা

স্পোর্টস ডেস্কঃ ইনজুরি জর্জরিত দল নিয়েই সিডনিতে ড্র করেছে ভারত। বিরাট কোহলি দলের নিয়মিত অধিনায়কও বর্তমানে নেই।
অন্যদিকে, একের পর এক তারকাদের ইনজুরির কারণে সফরটি শেষ হয়েছে। এবার তালিকায় যুক্ত হয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে গিয়ে দ্রুত বোলার মিচেল স্টার্কের দ্বারা জাদেজা আহত হন।
ফিজিওর সাথে আলোচনা করেও ব্যাটিং চালিয়ে যান। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেনি। ভারতের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটিংয়ের কোনও সুযোগ ছিল না। তবে তাঁকে ছাড়া ভারত শেষ দিন অবিশ্বাস্য ম্যাচটি ড্র করে।
সোমবার রাতে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে জাদেজা সিডনির বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করবেন। এর পরে, তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে।
চোটের কারণে সিরিজ শুরু থেকেই সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মাকে পায়নি ভারত। এছাড়াও মোহাম্মদ শামি ও উমেশ যাদবের মতো তারকা ফাস্ট বোলাররাও বাদ পড়েছেন।