মুশফিক ফিরে গেলেন-ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:ঢাকা টেস্টে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে।বাংলাদেশের সামনে ফলোঅনের আশঙ্কা উঁকি দিচ্ছে।তৃতীয় দিন দেখেশুনে শুরু করলেও হঠাৎ করেই ঘটে ছন্দপতন।উইন্ডিজ স্পিনে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন।
দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়ে ফিরে গেছেন মিঠুন ৮৬ বলে ১৫ রান করে।আর ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়ে মুশি আউট হয়েছেন।তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে কর্নওয়েলের বলে ক্যাচ দিয়ে ৫৪ রানে বিদায় নেন।এই দুই সেট ব্যাটসম্যান আউটের পর ক্যারিবিয়ান বোলার চোখ রাঙানী সামাল দিচ্ছেন লিটন দাস এবং মেহেদী মিরাজ।অপরাজিত আছেন লিটন ১৪ রানে আর মিরাজের সংগ্রহ ৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কর্নওয়েল ৩টি, গ্যাব্রিয়েল ২টি এবং জোসেফ নিয়েছেন ১টি উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৬৬ রান।বাংলাদেশ প্রতিপক্ষের চেয়ে এখনো ২৪৩ রানে পিছিয়ে ।
এর আগে বাংলাদেশী বোলারদের চরম পরীক্ষা নিয়ে ৪০৯-এ থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। আর এনক্রুমা বোনারের ৯০, জসুয়া ডি সিলভার ৯২ রানের ওপর ভর করেই স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয়রা।