গুগল ঘোষণা দিয়েছে ‘লুন’ বন্ধের

আন্তর্জাতিক ডেস্ক:’লুন’ বন্ধের ঘোষণা দিয়েছে গুগল,লোকসানের মুখে প্রত্যন্ত অঞ্চলে বিশাল আকারের বেলুনের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়ার একটি প্রকল্প । প্রতিষ্ঠানটি প্রকল্পের খরচ কমাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে।
ইন্টারনেট বর্তমান বিশ্বে দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।যোগাযোগসহ আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ এই ইন্টারনেটকে সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে বিশাল আকারের বেলুনের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দিতে প্রকল্প হাতে নেয় টেক জায়ান্ট গুগলের সহযোগী প্রতিষ্ঠান অ্যালফাবেট।
কিন্তু লুন নামে বিশাল বাজেটের এই প্রকল্প লাভের মুখ দেখতে পায়নি বলে, সম্প্রতি এর কার্যক্রম বন্ধের মুখে। অনেক প্রতিষ্ঠান অর্থায়নের এগিয়ে এলেও সেবা মূল্য কমিয়ে আনা যায়নি বলে লুন প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে অ্যালফাবেট।
প্রকল্পের নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘস্থায়ী ও টেকসই ব্যবসার জন্য খরচ কমিয়ে আনতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রত্যন্ত অঞ্চলের মানুষের ফোর জি স্মার্ট ফোন ক্রয় ক্ষমতা না থাকাকেও লুন প্রকল্পের একটি বড় সমস্যা বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা।
গত বছর এর আগে অ্যালফাবেট বিশাল আকারের ঘুড়ির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষামূলক প্রকল্প’মাকানি’ বন্ধ করে দেয়।
তবে পুরোপুরি ব্যর্থও বলা যাবে না লুন প্রকল্পকে।অ্যালফাবেট প্রত্যন্ত অঞ্চলে ফোর জি সেবা ছড়িয়ে দিতে এরইমধ্যে কেনিয়ার মোবাইল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টেলিকমের সঙ্গে চুক্তি করেছে।২০১৭ সালে ভয়াবহ হারিকেন “মারিয়ার ” আঘাতের পর লুনের মাধ্যমে বিপর্যস্ত পুয়ের্তো রিকোতে পুনরায় ইন্টারনেট চালু করা সম্ভব হয়েছিলো।